Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর সাবেক নেতা আখতার ঢাবিতে আটক

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৭:০৩

ঢাবি টিএসসি এলাকা থেকে আখতার হোসেনকে আটক করে পুলিশ। ছবি: সারাবাংলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢবি) চলমান আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

বুধবার বিকেল ৩টার দিকে ঢাবির টিএসসি এলাকায় পুলিশ তাকে আটক করে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে একাত্মতা জানিয়ে নিহতদের গায়েবি জানাজায় অংশ নিতে তিনি ঢাবি ক্যাম্পাসে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আখতার হোসেনসহ কয়েকজন কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে ডাস চত্বরে অবস্থান নেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে তারা সড়কে শুয়ে পড়েন। পরে পুলিশ সদস্যরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে টিএসসি মোড়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে রাখা কার্ভাড ভ্যানে তুলে নেন।

ঢাবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। দুপুরে কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: সারাবাংলা

এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। এতে চ্যানেল এস টিভির স্টাফ রিপোর্টার সোলায়মান কবিরসহ একাধিক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন।

এদিকে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সারা দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়েন কোটা সংস্কারের পক্ষের আন্দোলনকারীরা। পরে প্রতীকী কফিন নিয়ে সেখান থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় পিছু হটেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর