Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্তিপূর্ণভাবে’ হল ত্যাগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ ঢাবি’র

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ২১:৫৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ০১:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি করেসপন্ডেন্ট: পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শেষে ‘শান্তিপূর্ণভাবে’ হল ত্যাগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে আবাসিক হল ত্যাগ করেছে।’ এ বিষয়ে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধন্যবাদ জানায় এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে।

বিজ্ঞাপন

এর আগে, বেলা ৩টার পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হন অন্তত ৪০ জন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হলপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে দেড় থেকে দুইঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের ঘটনায় টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় পুলিশকে। এই ঘটনার পর ফাঁকা হতে থাকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। রাত সাড়ে ৯টা নাগাদ হলগুলো জনশূন্য হয়ে পড়ে।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ শান্তিপূর্ণ শিক্ষার্থী হলত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর