Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে এবি পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ২৩:৩১

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে একটি টিম গঠন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এই টিমের নেতৃত্বে রয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম ১৯৭১ সালে মানবতারবিরোধী অপরাধে দণ্ডিত একাধিক আসামির আইনজীবী ছিলেন।

মঙ্গলবার (১৬ জুলাই) এবি পার্টির সহযোগী সংগঠন যুব পার্টির অফিস সম্পাদক আলী নাসের খান বলেন, কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি করা হলে আমাদের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছি। বিনামূল্যে আন্দোলনরতরা আইনি সহায়তা পাবে।

আইনজীবীদের দলে রয়েছেন— অ্যাডভোকেট তাজুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট আলী নাছের খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ (ঢাকা বিশ্ববিদ্যালয়), অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এই টিম গঠনের কথা জানিয়ে বলেন, এই আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করলে শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়া হবে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

এবি পার্টি কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর