Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় ব্র্যাক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১২:০২

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ টিয়ারশেল ছুড়ে পিছিয়ে আসে। পরিস্থিতি থমথমে রয়েছে। রামপুরা-উত্তরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডা সড়কে বিক্ষোভ শুরু করে। এ সময় স্বল্প দূরত্বে দু-একটি যানবাহন চলাচল করলেও তা বন্ধ করে দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুল গেটে চলে যায়। এরপর তারা একত্রিত হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এসময় পুলিশ দৌড়ে পিছু হটলেও বেশ কয়েকটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এখন পুলিশ কিছুটা দুরে অবস্থান করছে। আর শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুল গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।

গুলশান বিভাগের পুলিশের উপ কমিশনার (ডিসি) সারাবাংলাকে বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কারো ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকছি। মাঠে পুলিশ নিরাপত্তায় কাজ করছে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার নেই।

সারাবাংলা/ইউজে/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর