Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইচ্ছামতো তারিখ বসিয়ে খাদ্যপণ্য বিক্রি, জরিমানা ১৩ লাখ টাকা


২ জুন ২০১৮ ১৭:২৭

। স্টাফ করেসপন্ডেট।।

ঢাকা: মেয়াদউত্তীর্ণ সেমাই, বেবি ফুড, চিপস বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে নিজেদের ইচ্ছামত তারিখ, মেয়াদ বসিয়ে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে প্যাকেটজাত করায় রাজধানীর চকবাজারে চার প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২ জুন) দুপুরে চকবাজার ছোট কাঁটারা মার্কেটে র‌্যাবের ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ দণ্ড দেন।

বিভিন্ন অনিয়মে মেসার্স খোকন ট্রেডার্সকে চার লাখ টাকা, চান মিয়া স্টোরকে তিন লাখ টাকা, দোহার স্টোরকে তিন লাখ টাকা ও বাংলাদেশ স্টোরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ সেমাই, বেবি ফুড, চিপস, দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে নিজেদের মতো করে তারিখ মেয়াদ বসিয়ে প্যাকেটজাত ও বিক্রি করা হচ্ছিল। এ সব খাবারের প্যাকেটে বিএসটিআইয়ের কোনো মোড়ক বা অনুমতি নেই। এর সঙ্গে কিছু ভালো সেমাই মিক্সড করে প্যাকেটজাত করে থাকেন। এছাড়া কিছু পণ্য তারা নিজেরাও তৈরি করে থাকেন।’

এছাড়াও কয়েকটি সেমাই তৈরির কারখানায় পরিদর্শন করে দেখা যায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কয়েকটি কারখানার মালিক পালিয়ে যান।

‘তবে এ সব অপরাধের কথা ব্যবসায়ীরাও স্বীকার করেছেন এবং পরবর্তীতে এ ধরনের কাজ আর হবে না প্রতিশ্রুতি দিয়ে মালিকরা তাদের ক্ষমা করে দিতে বলেছেন’ বলেন সারোয়ার আলম।

তিনি বলেন,  ‘এ সব প্রতিষ্ঠান পুনরায় অপরাধ করলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএমডি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর