Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত আবু সাঈদের পরিবারের পাশে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৩:০৫

ঢাকা: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটা নিহত সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।

বিজ্ঞাপন

এ সময় এডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলাম নিহত আবু সাঈদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও খাবার সামগ্রী প্রদান করেন এবং আগামীতে যে-কোনো পরিস্থিতিতে আবু সাঈদের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার প্রুতশ্রুতি দেন। ।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, প্রচার ও দাওয়াহ সম্পাদক জাবের চৌধুরী জুয়েল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার দফতর সম্পাদক মো. পলাশ মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় (সাংগঠনিক) উপ-সম্পাদক মো. আব্দুল ফাত্তাহ ও রংপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আলিম আল আসিফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীলরা।

সারাবাংলা/এজেড/ইআ

ইসলামী আন্দোলন টপ নিউজ রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর