Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৭:৩৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৯:১৬

ঢাকা: আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে, ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, কোটাবিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধে আজ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। যদিও গত কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটছে। এ ছাড়া আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশ সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ‘কমপ্লিট শাটডাউনে’গুলিতে প্রাণ গেল ৪ ছাত্রের

সারাবাংলা/ইএইচটি/ইআ

এইচএসসি পরীক্ষা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর