Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভিতে আগুন: ফায়ার সার্ভিসকে আটকে রেখেছে শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওনা হলেও মালিবাগ পার হতে পারেনি। কোটা বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রেখেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে প্রথমে বিটিভির বাগানে কাগজ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পর তা ছড়িয়ে পড়ে বিটিভির ক্যান্টিনে। বিকেলে ৬টার দিকে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফায়ার সার্ভিসকে কল করে সাহায্য চান সেখানে কর্মরতরা।

সন্ধ্যা ৭টার দিকে বিটিভির ভেরিফাইড ফেসবুক পেজে সাহায্য চেয়ে আবেদন জানানো হয়। তবে ফায়ার সার্ভিস বলছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দু’টি ইউনিট পাঠানো হয়েছে। তবে আটকে আছে মাঝ রাস্তায়। পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারাও বেইলি রোড পার হতে পারেনি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন সারাবাংলাকে বলেন, ‘পুলিশ প্রটেকশন চেয়েও কোনো সাড়া মেলেনি। আন্দোলনকারীরা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রেখেছে।’

জানতে চাইলে বিটিভির এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘দুপুর ২টার দিকে দুষ্কৃতকারীরা বিটিভি ভবন দখলে নেয়। এর পর থেকে বিটিভি রেকর্ডেড অনুষ্ঠান চালাচ্ছিল। কিন্তু ৪টার দিকে আগুন লাগার পর তা পুরাতন ভবনে ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রয়েছে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন টপ নিউজ ফায়ার সার্ভিস বিটিভি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর