Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ২০:৪৯

ফাইল ছবি

ঢাকা: গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে সরকার। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কমিশন ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ৬ জন ব্যক্তির মৃত্যুর কারণ উদঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গ এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করবে।

বিচার বিভাগীয় তদন্ত কমিশন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

সারাবাংলা/একে

১৬ জুলাই কোটা আন্দোলন কোটাবিরোধী আন্দোলন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর