Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারফিউ প্রত্যাহার-শেখ হাসিনার পদত্যাগ দাবি বাম গণতান্ত্রিক জোটের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৪ ১২:৪৩

ঢাকা: অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সেনা ও বিজিবি সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, জীবনযাত্রা স্বাভাবিক করতে অফিস-আদালত; স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ইন্টারনেটসহ জরুরি সেবা চালু, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ ৩ শতাধিক ছাত্র হত্যার বিচার, আন্দোলনকারী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত, নিহত-আহতদের ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারী নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করে শেখ হাসিনা সরকারের পদত্যাগের জোর দাবি জানিয়েছেন বাম নেতারা।

বিজ্ঞাপন

গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতাদের এক সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব দাবি জানান।

সভার অপর এক প্রস্তাবে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামসহ আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন, বিরোধী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার, দমন-পীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সরকার ফ্যাসিবাদী শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সমাধানের পথে না গিয়ে ঘটনার একতরফা বয়ান গণমাধ্যমসহ নানাভাবে প্রচার করেছে। সরকারের এই মিথ্যা ভাষণ জনগণ গ্রহণ করছে না।

সভার প্রস্তাবে দমন-পীড়ন-নির্যাতন বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী; বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ (মাহবুব) এর মইনুদ্দীন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, পরেশ কর, মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তারসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

কারফিউ প্রত্যাহার বাম গণতান্ত্রিক জোট শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর