Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে খুলল ইবির অফিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৪ ১৪:০০

ইবি: শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ খুলেছে। সরকারি সিদ্ধান্তের আলোকে অফিসসমূহ খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে। পুরোদমে কবে থেকে অফিস চালু হবে তা সরকারি সিদ্ধান্তের আলোকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেয় কমিশন। পরে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরি) সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

সেদিন দুপুর একটার মধ্যে ছাত্রদের এবং পরদিন ১৭ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হবে। কবে নাগাদ তা খুলে দেওয়া হবে নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীশূন্য ক্যাম্পাস