Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৪ ১৫:৪০

ঢাকা: টানা তিন দিন বন্ধ থাকার পর লেনদেন চালুর প্রথম দিনেই পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। একইসঙ্গে দরপতনের পাশাপাশি আর্থিক ও শেয়ার লেনদেন তলানীতে নেমেছে।

বুধবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১৫৯ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একই অবস্থা দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

বাজার বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের আর্থিক খাতে। বিশেষ করে কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে ব্যাপক নাশকতা ও প্রাণহানির ঘটনায় জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার প্রভার দেশের পুঁজিবাজারেও পড়েছে। ফলে টানা তিন দিন লেনদেন বন্ধ থাকার পর বুধবার পুঁজিবাজারে বড় দরপতন দিয়ে লেনদেন শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।

এদিকে বুধবার ডিএসইতে ৩৯০ টি প্রতিষ্ঠানের ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেযার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২০টির। বিপরীতে দাম কমেছে ৩৫৫টির এবং ১৫টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

এদিন বড় দরপতনের কারণে আর্থিক ও শেয়ার লেনদেনে ব্যাপক ধস নেমেছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৫৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/এনইউ

দরপতন পুঁজিবাজার


বিজ্ঞাপন
সর্বশেষ

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৬

সম্পর্কিত খবর