Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন

সারাবাংলা ডেস্ক
২৫ জুলাই ২০২৪ ১০:২২

ঢাকা: কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শাফিন আহমেদ মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

গত ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার করার কথা ছিল শাফিন আহমেদের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশের শীর্ষ ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম মাইলস ব্যান্ডের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন ৬৩ বছর বয়সী এই সংগীত তারকা। শাফিন আহমেদ কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং সংগীতঙ্গ কমল দাশগুপ্তের সন্তান। তার জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। এ পরিবারে জন্ম নেওয়ায় ছোট বেলা থেকেই তিনি গানের ভেতরেই বড় হয়েছেন।

শাফিন আহমেদের তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে ফিরিয়ে দাও, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা ও ফিরে এলেনা অন্যতম।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মাইলস শাফিন আহমেদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর