Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২৭


২ জুন ২০১৮ ২০:০২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: মাদকবিরোধী অভিযানে রাজধানীর মিরপুর, কালশী ও বিহারী কলোনীসহ আশেপাশের এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ছয় শ ৬০ গ্রাম হেরোইন, ছয় কেজি গাঁজা ও ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

শনিবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদরে আটক ও মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার মিরপুর এলাকায় অভিযান চালানো হয়।’

অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘ অভিযানে সাধারণ মানুষের কেউ হয়রানির শিকার হবে না।’

ডিএমপির সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াড নিয়ে এ অভিযান পরিচালনা করে।

এর আগে গত ২৪ মে সকাল সাড়ে ১১ টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান’ এই শ্লোগানে আনুষ্ঠানিকভাবে মাদকবিরোধী অভিযানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর