Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১৭:৫২

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এর জন্য সরকার দেশের সব এজেন্সিকে ব্যবহার করেছে। বিশেষ করে নরসিংদীর জেলখানায় যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সরকার সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ সরকারের প্রতিটি সেক্টরকে কাজে লাগিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এক জরুরি আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, জেলখানায় যারা তাণ্ডব চালিয়েছে তারা দেশকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটিয়েছে। সরকার তাদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে। তবে জেলখানা থেকে জঙ্গি ছাড়া অন্যরা যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের অনেকেই আত্মসমর্পণ করছেন। এছাড়া ইতিমধ্যে লুট হওয়া ৪১ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা সিদ্দিকী রোজী, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ শিল্পমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর