Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার শোক মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১৮:৫৮

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার (২৭ জুলাই) শোক মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। বৃহস্পতিবার (২৬ জুলাই) বাসদের নেতা রাজেকুজ্জামান রতন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত কয়েকদিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হামলা ও গুলিতে কয়েকশ নিরীহ ছাত্র-জনতা নিহত হয়েছেন। এই বর্বর হতাকাণ্ডের বিচার ও চলমান সংকট নিরসনে হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে কাল শুক্রবার (২৬ জুলাই) দেশব্যাপী শোক মিছিল অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকায় শুক্রবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শোক মিছিল হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে

কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সংঘাত সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর