মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি
২৬ জুলাই ২০২৪ ০৮:৪৮
ঢাকা: প্রবল বৃষ্টির ফলে অবস্থা আরও খারাপ হতে পারে এই ভেবে ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। শহরের বাসিন্দাদের দরকার ছাড়া ঘরের বাইরে যেতেও বারণ করা হয়েছে।
মহারাষ্ট্রের একাধিক এলাকায় বৃষ্টি ক্রমশ বাড়ছে। মুম্বাইসহ বিভিন্ন অঞ্চল কার্যত পানিবন্দি। বহু জায়গায় কোমর সমান পানি।
এরইমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একাধিকজন। তাই সাধারণ মানুষকে সাবধান করতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মুম্বাই শহরে বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। এ ছাড়া আন্ধেরি, সায়ন, চেম্বুর, কুর্লা এবং ঠাণে প্রায় অবরুদ্ধ। তবে সবচেয়ে খারাপ অবস্থা পুণের। সেখানকার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বেশকিছু বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।
অন্যদিকে মুম্বাইয়ের আন্ধেরি সাবওয়ে এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বিমানের বেশকিছু ফ্লাইটও। খবর: টাইম অব ইন্ডিয়া।
সারাবাংলা/একে