Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিতে নিহত আবু সাঈদের পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৪ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: কোটা সংস্কারের আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আবু সাঈদের বাড়ি জেলার পীরগঞ্জের গিয়ে তার মা-বাবার হাতে একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম।

প্রক্টর বলেন, ‘উপাচার্য সাঈদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।’

প্রক্টরের পাশপাশি সেখানে আরও বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাও সাঈদের বাড়িতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ, ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাঈদ। তিনি কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সারাবাংলা/এমও

আবু সাঈদ গুলিতে নিহত পুলিশের গুলি বিশ্ববিদ্যালয় প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর