Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ ৪ জেলায় আজ ৯ ঘণ্টা কারফিউ শিথিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ০৯:৪০ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৪:৩৪

ঢাকা: ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (৯ ঘণ্টা) কারফিউ শিথিল থাকবে। গতকাল শুক্রবারও এসব এলাকায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়েছিল।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে ছুটির দুই দিন ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখার ঘোষণা দেন। এর আগে ওই দিন রাত সাড়ে ১০টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।

বিজ্ঞাপন

কোনো ধরনের ঘটনা না ঘটায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সারা দেশে কারফিউ জারি করা হয়। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/একে

কোটা কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ

বিজ্ঞাপন

৩১৫০ কোটি আয়ে সবাইকে ছাড়িয়ে রোনালদো
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর