আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী
২৭ জুলাই ২০২৪ ১০:৫৫
ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (নিটর) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৭ জুলাই) সকালে হাসপাতালটিতে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসিএইচ) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে সেখানে বলেন, ‘দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে যেন কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। ধ্বংসযজ্ঞ ও নৃশংসতাকারী অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত যাতে দেশের মানুষের জীবন নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।’
সারাবাংলা/একে
আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলন পঙ্গু হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা