দেশের অর্থনীতিকে পঙ্গু করতে এমন তাণ্ডব: প্রধানমন্ত্রী
২৭ জুলাই ২০২৪ ১১:৪৭
ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা-তাণ্ডবের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, দেশের অর্থনীতিতে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটর) চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে এ সব নাশকতা চালানো হয়েছে। এই নাশকতার বিচার দেশবাসীকেই করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রশ্ন রেখে বলেন, ‘আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো! এর দায়িত্ব কার?’
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে সেখানে বলেন, ‘দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে যেন কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। ধ্বংসযজ্ঞ ও নৃশংসতাকারী অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত যাতে দেশের মানুষের জীবন নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।’
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিটিভিসহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি-সেনাবাহিনী নামানো হয়।
গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। যদিও প্রতিদিন এর মাঝে কয়েক ঘণ্টা করে শিথিল করা হয়। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।
সারাবাংলা/একে
কোটা আন্দোলন কোটা সংস্কার পঙ্গু হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা