ঢাকা: কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
ইয়ামিন উত্তর বাড্ডার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি উত্তর বাড্ডা হাসান উদ্দিন সড়কে থাকতেন।
হাসপাতালে নিহত ইয়ামিনের বাবা রতন চৌধুরী জানান, গত শুক্রবার (১৯ জুলাই) বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ইয়ামান। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, নিহত ইয়ামিনের পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুলাই) ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইনুদ্দিন (২৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।