Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে সাগরে ছড়াচ্ছে তেল

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ১৭:৪৪

ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হতে শুরু করেছে। শনিবার (২৭ জুলাই) উপকূলরক্ষীরা এই কথা জানিয়েছে। ফিলিপাইনের পতাকাবাহী ট্যাংকারটি ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে গতকাল বৃহস্পতিবার ম্যানিলা উপকূলে ডুবে যায়।

এর আগে, কর্তৃপক্ষ ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া রোধকল্পে প্রাণান্তকর চেষ্টা করার কথা জানিয়েছিল। উপকূলরক্ষীদের মুখপাত্র রিয়ার এডমিরাল আরমান্দো বালিলো বলেন, ‘ডুবুরিরা জাহাজের তলদেশে সামান্য ফুটো দেখেছেন। তবে এটি এখনও উদ্বেগজনক নয়।’

উল্লেখ্য, এমটি টেরা নোভা নামের ট্যাংকারটি ইলোইলো শহরে যাচ্ছিল। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে এটি ডুবে যায়। ট্যাংকারে থাকা সব তেল ছড়িয়ে পড়লে তা হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা।

এতে ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ারও বিরাট ঝুঁকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিপাইনের ইতিহাসে এই যাবৎকালের সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় ৮ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ মিন্দোরে উপকূলে ডুবে গিয়েছিল।

সারাবাংলা/এমও

ট্যাংকার ফিলিপাইন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর