Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবি-সোম-মঙ্গল অফিস ৯টা থেকে ৩টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৮:১২

ঢাকা: আগামীকাল রোববার থেকে মঙ্গলবার ৬ ঘণ্টা অফিস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা রোধে চলমান কারফিউর মধ্যে নতুন করে এই অফিসসূচি নির্ধারণ করা হলো।

সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে অফিস, আর তা চলবে মঙ্গলবার পর্যন্ত। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত রবি ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার। বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, কারফিউ চলমান থাকায় আগামি তিন দিনও অফিস সময় কমিয়ে আনা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী তিনদিন অফিস চলবে ছয় ঘণ্টা করে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত বারোটা থেকে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা হয়। যা এখনো চলমান।

সারাবাংলা/জেআর/এমও

অফিস সময় সরকারি চাকরি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর