Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জিতল চীন

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ১৯:৫৬

জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। শুরু হয়ে গেছে নানা ইভেন্টে দলগুলোর জমজমাট লড়াই। এবারের আসরের প্রথম সোনা উঠেছে চীনের ঘরে। শুটিং বিভাগে প্রথম পদক অবশ্য আগেই ঘরে তুলেছে কাজাকস্তান।

১৯৭২ সাল থেকেই অলিম্পিকের প্রথম পদক নির্ধারণ হচ্ছে শুটিং বিভাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাতুহু শুটিং সেন্টারে আজ ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল চীন ও দক্ষিণ কোরিয়া। সেখানে চীনের লিহাও শেং ও টি উ হুয়াংয়ের জুটি দক্ষিণ কোরিয়ার কিউম জিইউন-পার্ক হাইউন জুটিকে ১৬-১২ পয়েন্টে হারালে আসরের প্রথম সোনা জয়ের স্বাদ পায় চীন। দক্ষিণ কোরিয়া জয় করে রূপা।

বিজ্ঞাপন

দিনের শুরুতে এই শুটিংয়েই ব্রোঞ্জ পদকের জন্য লড়েছিল জার্মানি ও কাজাকস্তান। তারা ১৭-৫ ব্যবধানে জার্মানিকে হারিয়ে জিতেছে এবারের আসরের প্রথম পদক। ১৯৯৬ সালের পর শুটিংয়ে এই প্রথমবার পদক পেল কাজাকস্তান।

সারাবাংলা/এফএম

চীন পদক প্যারিস অলিম্পিক ২০২৪ সোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর