Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতায় ১৪৭ জনের প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৬:১০

ফাইল ছবি: আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় সারাদেশে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষার্থীদের আটক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে।’

তাদের গ্রেফতার করা হয়নি জানিয়ে আরও বলেন, ‘নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।’

তিনি বলেন, ‘কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।’

সারাবাংলা/জেআর/একে

কোটা আন্দোলন কোটা সংস্কার স্বরাষ্ট্রমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর