Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৯:০২

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ তথ্য আগামীকাল সোমবারের (২৯ জুলাই) মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত কয়েক দিনে দেশে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের তালিকা ছক মোতাবেক সফটকপি [email protected] ই-মেইলে এবং হার্ডকপি অধিদফতরের উপপরিচালকের (প্রশাসন) দফতরে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

আরো বলা হয়, অধিফতরের নির্দেশিত ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, প্রতিষ্ঠানের ধরন, ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত বর্ণনা, সম্ভাব্য ক্ষতির পরিমাণ (টাকায়) ইত্যাদি বিষয় লিখে পাঠাতে হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ছে গত ১৬ জুলাই স্কুল, কলেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সহিংসতায় রাষ্ট্রীয় স্থাপনার পাশাপাশি কিছু শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মাউশি শিক্ষা প্রতিষ্ঠান সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর