শুটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতের মনুর ইতিহাস
স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪ ১৯:৪৬
২৮ জুলাই ২০২৪ ১৯:৪৬
অলিম্পিকে পুরুষ বিভাগে এর আগে পদক পেলেও নারীরা কখনোই এই বিভাগে পদক এনে দিতে পারেনি ভারতকে। এবার শুটিংয়ে ব্রোঞ্জ জিতে দেশের হয়ে নতুন ইতিহাস গড়লেন মনু ভাকের। নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ২২ বছর বয়সী এই শুটার।
অলিম্পিকের ইতিহাসে ভারতের হয়ে মাত্র চারজন শুটার পদক জিতেছিলেন, তাদের সবাই পুরুষ। নারীরা কখনোই এই বিভাগে পদক জয়ের স্বাদ পায়নি। আজ সেই ইতিহাস নতুনভাবে লিখলেন মনু। প্রথম নারী শুটার হিসেবে আজ ইতিহাস গড়লেন মনু।
১০ মিটার এয়ার পিস্তলে সোনা জয়ের লড়াইয়ে কাছে গিয়েও শেষ পর্যন্ত সেটা অর্জন পারেননি মনু। ২২১.৭ স্কোর করে হয়েছেন তৃতীয়। ২৪৩.২ স্কোর করে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়েন জি। ২৪১.৩ স্কোর করে রুপা জিতেছেন তারই স্বদেশী কিম ইয়েজি।
মনুর এই জয়ে ১২ বছর পর অলিম্পিকে শুটিংয়ে পদক পেল ভারত।
সারাবাংলা/এফএম