তিস্তায় নৌকাডুবি: ১ দিন পরও মেলেনি ৩ শ্রমিকের সন্ধান
২৮ জুলাই ২০২৪ ২৩:৫৮
গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তিনজন হলেন- গাইবান্ধা সদর উপজেলার গিদারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার রহমান, একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ এবং তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া।
রোববার (২৮ জুলাই) গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার হতে নৌকাযোগে ব্লক (বোল্ডার) নিয়ে নদীর ওপার যাচ্ছিলেন ২৮ শ্রমিক। সেখানে নদী ভাঙন রোধে কাজ চলছে। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে তীর থেকে মাত্র ৫০ মিটার দূরে নৌকাটি ডুবে যায়। এ সময় ২৮ শ্রমিকের মধ্যে ২৫ জন সাঁতরে তীরে উঠে এলেও তিন জন নিখোঁজ হন।
তিনি আরও জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের চার সদস্যর ডুবুরি দল ও গাইবান্ধা ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে। রোববার সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করা গেলেও নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান মেলেনি।
সারাবাংলা/পিটিএম