এডিসি হারুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ১৩:৩৯
২৯ জুলাই ২০২৪ ১৩:৩৯
ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৬ জুলাই মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদফতরের পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ১১ সেপ্টেম্বর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে ১২ সেপ্টেম্বর রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
সারাবাংলা/টিআর/ইআ