Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ১৪:৩৪

বাগেরহাট: ‘জলবায়ু উষ্ণতায় বাঘ ও সুন্দরবনের অস্তিত্ব হুমকিতে। সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবে না। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।’

সোমবার (২৯ জুলাই) সকালে সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের মোংলার কাইনমারিতে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বনজীবী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, ‘সুন্দরবনের সন্নিকটে অপরিকল্পিত শিল্পায়ন এবং খালে বিষ প্রয়োগের ফলে বাঘসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বাঙালির শৌর্য-বীর্যের প্রতীক, প্রাকৃতিক ঐতিহ্যের স্মারক বাঘকে আমরা কোনভাবেই বিলুপ্ত হতে দিতে পারি না।’

এছাড়া বাঘ রক্ষায় বন বিভাগের ঘন ঘন টহল, বাঘের বৈজ্ঞানিক গবেষণা, মনিটরিং এবং বাঘ-মানুষের দ্বন্দ্ব নিরসনের কার্যক্রম জোরদার করতে হবে।

বাঘ দিবসের বনজীবী সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবনের জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার। বক্তব্য রাখেন সুন্দরবনের বনজীবী মো. জাহিদ ব্যাপারী, মো. শাহাদত ব্যাপারী, হেনা বেগম, জোসনা বেগমসহ অনেক।

সারাবাংলা/এমও

টপ নিউজ বাঘ সুন্দরবন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর