Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার স্কুল পড়ুয়া হিওইন

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪ ১৫:০৭

বয়স তার মাত্র ১৬, এখনো পড়েন হাই স্কুলে। এই অল্প বয়সেই দেশের জন্য সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার নারী শুটার বান হিওইন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন এই কিশোরী।

এই বিভাগে সোনা জেতার লড়াইয়ে হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। নির্ধারিত শটের পর দুজনের পয়েন্টই ছিল ২৫১.৮, এটি অলিম্পিক রেকর্ডও বটে। এরপর শুটঅফে নির্ধারিত হয় সোনা। সেখানে হিওইন জিতলে সোনা জয়ের আনন্দে ভাসে দক্ষিণ কোরিয়া। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট। দক্ষিণ কোরিয়ার হয়ে অলিম্পিক ইতিহাসে ১০০তম সোনা জয়ের ইতিহাস গড়লেন হিওইন।

বিজ্ঞাপন

এবারের আসরে এটি হিওইনের দ্বিতীয় সোনা। আসরের প্রথম দিনে ১০ মিটার মিশ্র দ্বৈত এয়ার রাইফেলেও শিং লিহাওকে সাথে নিয়ে সোনা জিতেছিলেন হিওইন।

সারাবাংলা/এফএম

দক্ষিণ কোরিয়া প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর