Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলনে নিহত ১৫০, মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ১৬:২৭

ফাইল ছবি: আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতায় সারাদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় বিষয়টি উপস্থাপন করেন তিনি।

পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোটা সংস্কার আন্দোলনের সকল তথ্য তুলে ধরেন মন্ত্রিসভা বৈঠকে। সেখানে তিনি জানান এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন। এই তথ্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা মঙ্গলবার (৩০ জুলাই) সারাদেশে শোক পালনের ঘোষণা দেন।

এর আগে রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতায় সারাদেশে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছিলেন, আমরা এ পর্যন্ত ১৪৭ জন নিহতদের তথ্য পেয়েছি। তাদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ণয়ের কার্যক্রম চলছে।

নিহতের সংখ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কয়দিনের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের একটা তালিকা আমাদের কাছে আছে। এটি আমরা আরো যাচাই-বাছাই করছি। আরও যদি দু-একজনের খবর পাই তবে তা আমরা অন্তর্ভুক্ত করব।

তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছে বলে আমাদের হিসাবে রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।‌ বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছেন। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনইউ

আন্দোল কোটা সংস্কার নিহত স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর