Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ের চেয়ে ব্যয় ৩ গুণ বেশি বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ২০:১০ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ০১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত বছর বিএনপির আয় হয়েছে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

আজ সোমবার ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দলীয় আয়–ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয় বিএনপি।

এর আগে ২০২২ সালে বিএনপির আয় হয়েছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়–ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৯ জুলাই) দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম ইসিতে গিয়ে দলীয় আয়–ব্যয়ের হিসাব জমা দেন। কার্যালয়ের ব্যয়, পত্রিকায় বিজ্ঞাপন, পোস্টার–লিফলেট, ইফতার আয়োজন, দলীয় নেতা–কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া—এসব খাতে বিএনপি ব্যয় দেখিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

আয়-ব্যয় টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর