২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ
৩০ জুলাই ২০২৪ ১০:৩৭
ঘোষণা করা হয়েছে আগামী দুই এশিয়া কাপের আয়োজক দেশের নাম। ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। দুই বছর পর ২০২৭ সালের এশিয়া কাপ হবে বাংলাদেশের মাটিতে।
গত এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতের আপত্তির কারণে পাকিস্তান ও শ্রীলংকা মিলিয়ে ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টটি। সেই টুর্নামেন্ট নিয়ে উঠেছিল নানা প্রশ্নও। ক্রিকেটারদের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছিল অতিরিক্ত যাত্রার ধকল নিয়ে। এবার তাই একটি দেশেই থাকছে ভেন্যু।
২০২৬ সালে থাকছে টি-২০ বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ তাই হবে টি-২০ ফরম্যাটে। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ থাকায় ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের ফরম্যাটও হবে ৫০ ওভারের। ২০২৫ ও ২০২৭ এশিয়া কাপের দুই আসরেই মোট ১৩টি করে ম্যাচ থাকবে। গ্রুপ পর্বে দুটি গ্রুপ ভাগ হয়ে খেলবে ৬দল। আসরে সরাসরি অংশ নেমে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্থান। এরপর বাছাইপর্ব পেরিয়ে অংশ নেবে আরও একটি দেশ।
এসিসি আরও জানিয়েছে, এবারের মতো ২০২৬ সালের নারী এশিয়া কাপও হবে টি-২০ ফরম্যাটে।
সারাবাংলা/এফএম