সোনায় এগিয়ে জাপান, পদকে যুক্তরাষ্ট্র
৩০ জুলাই ২০২৪ ১১:৩৭
উদ্বোধনী অনুষ্ঠানের পেরিয়ে গেছে তিন দিন। একের পর এক ইভেন্টে জমজমাট লড়াইয়ে নামছে দেশগুলো, প্রতিযোগীরা জিতছেন পদক। তৃতীয় দিনশেষে সবচেয়ে বেশ সোনা জিতে পদক তালিকার শীর্ষে আছে জাপান। তবে পদকের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।
প্যারিস অলিম্পিকের শুরু থেকেই দারুণ ফর্মে আছে জাপান দল। এখন পর্যন্ত ৬টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে তারা। সব মিলিয়ে ১২টি পদক নিয়ে সোনার দিক থেকে এগিয়ে থাকায় শীর্ষে আছে জাপান। ৫টি সোনা, ৮টি রুপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে ১৬ পদকে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। ৫টি সোনা, ৫টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ১২ পদকে তৃতীয় স্থানে আছে চীন। ৯ পদক নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।
সোনার দিক দিয়ে পিছিয়ে থাকলেও মোট পদকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ৩টি সোনা, ৮টি রুপা ও ৯টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের পদক সংখ্যা ২০। তারা আছে ষষ্ঠ স্থানে।
সারাবাংলা/এফএম