ইবিতে ‘মুক্ত আলোচনা’ স্থগিত
৩০ জুলাই ২০২৪ ১৫:১৮
ইবি: শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মুক্ত আলোচনা স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবারের (৩১/৭/২৪) মুক্ত আলোচনা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে ঘোষণা করা হবে। জাতীয় শোক দিবস, ২০২৪ পালনের কর্মসূচি চলমান থাকবে।
এর আগে, সংগঠনটি আহ্বায়ক ও সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্ত আলোচনার বিষয়টি জানান। চলমান শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে এই আলোচনার আয়োজন করেছিলেন তারা। আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল।
এছাড়াও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম দ্রুত সচল করার স্বার্থে বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তঃসম্পর্ক উন্নয়নে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং করণীয় নির্ধারণে এই উদ্যোগ বলে তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন।
সারাবাংলা/এমও