থানায় গিয়ে শিক্ষার্থীদের ছাড়ালেন ইবির শিক্ষকরা
৩০ জুলাই ২০২৪ ১৫:৩৩
কুষ্টিয়া: মধ্যরাতে কুষ্টিয়া মডেল থানায় গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটক থাকা ১৫ জন শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছেন ছয় শিক্ষক। সোমবার দিবাগত রাত দেড়টায় তারা থানায় যান।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আটক হওয়া ১২ শিক্ষার্থীকেও ছেড়ে দেওয়া হয়। এছাড়া ইবির একজন শিক্ষার্থীকে থানায় অধিকতর জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের জন্য আটক রাখা হয়। পরে দুপুরের দিকে তাকেও ছাড়িয়ে আনেন শিক্ষকরা।
জানা গেছে, সোমবার বিকেল তিনটায় কুষ্টিয়ার চৌড়হাসে বিভিন্ন দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এসময় চৌড়হাস থেকে কিছুটা দূরে অবস্থিত বাস টার্মিনালে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা আর সংঘবদ্ধ হতে পারেননি। এদিকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছিলেন। এ সময় বিভিন্ন মোড় থেকে আন্দোলনকারী সন্দেহে শিক্ষার্থীদের আটক করে পুলিশ।
শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার বিষয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আমরা সাধারণ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যে কোনো বিপদে পাশে থাকব।’
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের ছাড়ানোর জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম।’
সারাবাংলা/একে