Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতারের বাছাইপর্বেই বাদ বাংলাদেশের সামিউল

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪ ১৬:১২

শুটিংয়ের বাছাইপর্বে বাদ পড়েছিলেন বাংলাদেশের রবিউল ইসলাম। এবার সাঁতারের ইভেন্টেও দেখা গেল একই ঘটনা। ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। ৭৯ জনের মাঝে ৬৯ তম হয়ে মূল পর্বের আগেই ছিটকে গেছেন তিনি।

১০০ মিটার ফ্রিস্টাইলের দ্বিতীয় হিটে পুলে নেমেছিলেন সামিউল। তিনি সময় নেন ৫৩.১০ সেকেন্ড। নিজের হিটে তিনি হয়েছেন ৮ জনের মাঝে ৫ম। সব মিলিয়ে ১০টি হিটের ৭৯ জনের মাঝে ৬৯তম হয়ে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছেন সামিউল। শীর্ষ ১৬ সাঁতারু খেলবেন সেমিফাইনালে। সেখান থেকে ৮ সাঁতারু যাবেন ফাইনাল রাউন্ডে।

এই বিভাগে হিটে ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর