Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ব্যাংক লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৪ ১৭:১৭

ঢাকা: বুধবার (৩১ জুলাই) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ এদিন ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত। বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ আনুষঙ্গিক কার্যক্রম চলবে।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে।’

এ ছাড়াও বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

এদিকে, মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ বুধবার ব্যাংক সূচি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর