Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি থেকে হারুন বদলি, নতুন দায়িত্বে আশরাফুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৪ ২০:১০ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ ২২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুনর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশ বিভাগে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্বে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার (লজিসটিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে।

বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।

একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করতেন হারুন অর রশীদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে টেবিলে বসে খাবার খাওয়ানোর ঘটনায় আলোচনায় ছিলেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া সম্প্রতি হারুনকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিভিন্ন মহলে চলছে সমালোচনা।

সারাবাংলা/পিটিএম

ডিবি হারুন বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর