মুক্তি পেলেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক
১ আগস্ট ২০২৪ ১৩:৫৪
ঢাকা: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে, সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান।
সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসায় দিয়ে যায়।
ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
আরও পড়ুন: ৬ সমন্বয়কের মুক্তি চেয়ে রিট: শুনানি হচ্ছে না আজ
এর আগে, ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরের দিন ২৭ জুলাই মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন: কোটা সংস্কারের আরও ২ সমন্বয়ক ডিবি হেফাজতে
ওই সময় ডিবির দাবি করেন, সমন্বয়করা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘পুলিশ ঝুঁকিমুক্ত মনে করলে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে’
সারাবাংলা/জেআর/ইআ