Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববারের পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট শুরু এইচএসসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৪ ১৬:২৩

ফাইল ছবি

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী রোববারের (৪ আগস্ট) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরো জানান, উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগে পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:

এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

এর আগে, চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১. ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

সারাবাংলা/জেআর/এনইউ

এইচএসসি টপ নিউজ পরীক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর