শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শেকৃবি শিক্ষকদের
১ আগস্ট ২০২৪ ২০:১৪
ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (শেকৃবি) বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষদের গণহারে গ্রেফতার, মামলা, জুলুমও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।
এ ছাড়াও কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর থানায় গত ২১ জুলাই করা মামলায় শেকৃবি’র ২০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে তা একটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক। অবিলম্বে মামলাসহ সারা বাংলাদেশে শিক্ষার্থীদের নামে সব মামলা প্রত্যাহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডে মৌন মিছিল ও নিন্দা জানান নিপীড়নবিরোধী শিক্ষকরা। মৌন মিছিল শেষে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হয়রানির শিকার শেকৃবি শিক্ষার্থীদের সহযোগিতার অনুরোধ করেন।
মৌন মিছিলে শিক্ষকবৃন্দ কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ‘দুই শতাধিক’ নিহত ও হাজার হাজার মানুষের আহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন। নিহত ও আহত প্রত্যেক পরিবার যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায় নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।
সারাবাংলা/একে
কোটা আন্দোলন কোটা সংস্কার নিপীড়নবিরোধী শিক্ষক শেরেবাংলা বিশ্ববিদ্যালয়