Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত-শিবির নিষিদ্ধ: ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৪ ২৩:০৬

ঢাকা: জামায়াত-শিবির নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন সন্তোষ প্রকাশ করেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত-শিবির নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এই পদক্ষেপ দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও প্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘জামায়াত-শিবির দীর্ঘদিন ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য হুমকি হিসেবে কাজ করে আসছে। তাদের দ্বারা পরিচালিত সহিংসতা, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সমাজে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা আমাদের প্রিয় মাতৃভূমির শান্তি এবং স্থিতিশীলতাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। এই প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।’

তারা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নিষেধাজ্ঞা শুধু আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে। দেশের তরুণ প্রজন্মের মনোবল উজ্জীবিত হবে এবং তারা গঠনমূলক কার্যকলাপের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত হবে।’

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘এই সাহসী পদক্ষেপের জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি যে, ভবিষ্যতেও এমন দেশপ্রেমিক এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকার নিরন্তর প্রয়াসী থাকবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামায়াত-শিবির নিষিদ্ধ সন্তোষ