অলিম্পিকে হেরে টেনিসকে বিদায় বললেন অ্যান্ডি মারে
২ আগস্ট ২০২৪ ১৫:৩২
ক্যারিয়ারের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন বহু আগেই। প্যারিস অলিম্পিক শুরুর আগেই ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে ঘোষণা দিয়েছিলেন, এবারের আসরের পরেই টেনিসকে বিদায় বলবেন তিনি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই থামল মারের যাত্রা। টেনিসের ডাবলসে যুক্তরাষ্ট্র দলের কাছে সরাসরি সেটে হার দিয়েই শেষ হলো মারের বর্ণাঢ্য ক্যারিয়ার।
অনেকদিন হলো টেনিসে বড় কোন শিরোপা জিততে পারেননি মারে। এবারের অলিম্পিকে সোনা জিতেই বিদায় বলবেন, এমন আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মারে। ডান ইভান্সকে সাথে নিয়ে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটিজ ও ট্ম পলের কাছে ৬-২, ৬-৪ গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন মারে। এর সাথে শেষ হয়ে গেল ৩৭ বছর বয়সী মারে ক্যারিয়ারও।
নিজের কারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী মারে দুইবার জিতেছেন অলিম্পিকের সোনা। ২০১২ সালে লন্ডন ও ২০১৬ সালে রিওতে সোনা জিতেছিলেন তিনি।
সারাবাংলা/এফএম