Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ২২:২৬

বগুড়া: বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পরে শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় তাদের সঙ্গে বিএনপি ও বিএনপি সমর্থিত কিছু আইনজীবী যোগ দেন।

জুমার নামাজের পর পরই শহরের সাতমাথায় জমায়েত হতে থাকে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে থানা রোড হয়ে সদর থানার গেট পর্যন্ত যায়। এ সময় কর্নেশনস্কুল থেকে একটি মিছিল এসে তাতে যোগ দেয়। পরে তারা বিক্ষোভ সমাবেশ করে।

এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।

সারাবাংলা/এনইউ

বগুড়া বিক্ষোভ শিক্ষার্থী সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর