মুন্সীগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মাওয়া প্রান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
শনিবার (৩ আগস্ট) সকাল থেকে লৌহজং-এর মাওয়া প্রান্তে পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও।
জানা যায়, আন্দোলনকারীরা পদ্মা সেতুর যানবাহন চলাচল বন্ধ করে দিতে পারে, এমন একটি খবর মানুষের মুখে মুখে প্রচার হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সকালে ৪-৫ জন শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেলে স্থানীয় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। এছাড়া এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো আন্দোলনকারীকে আবস্থন করতে দেখা যায়নি।
মাওয়া উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমাদের এই প্রান্তে আন্দোলনকারীদের কোনো অবস্থান নেই। মাওয়া প্রান্তে তারা কোনো কর্মসূচি পালন করেনি। তবে বিভিন্ন স্থানে তাদের জড়ো হবার খবর পেয়েছিলাম। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
তিনি বলেন, পদ্মা সেতু দেশের গৌরব। এটা রক্ষা করার দায়িত্ব সবার। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে স্থানীয় পুলিশ, নৌপুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।