Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২১:৩০

ঢাকা: কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ শেষে সরকার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার ঢল নেমেছে শাহবাগে। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবরোধ করে। এসময় আন্দোলনকারীদের, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক-দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এসময় মোবাইলের আলো জ্বালিয়ে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে, দুপুর বারোটায় রাজধানীর সায়েন্সল্যাব সড়কে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল করে কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়। ওই সময় জনসমুদ্রে রূপ নেয় পুরো শহিদ মিনার এলাকা। এরপর সেখানে নতুন দাবি ঘোষণা করে শাহবাগে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ বৈষম্যবিরোধী শিক্ষার্থী শাহবাগ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর