Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনে ১৮২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২২:০৬

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শনিবার (৩ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ১০৪ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন পান। গত দুইদিনে সারাদেশ থেকে ১৮২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাতে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

এইচএসসি পরীক্ষার্থী জামিন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর